Home / আন্তর্জাতিক / ইরান ইস্যুতে সামরিক নয় কূটনীতিই ভালো সমাধান: ওবামা

ইরান ইস্যুতে সামরিক নয় কূটনীতিই ভালো সমাধান: ওবামা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে পরমাণু কূটনীতির পক্ষেই কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার চেয়ে কূটনৈতিক পথে এগুলে ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকার জন্য বৃহত্তর শান্তি অর্জিত হতে পারে।
গতকাল (শনিবার) ব্রুকিং ইনস্টিটিউশনের সাবান ফোরামে বক্তৃতা করার সময় ওবামা এসব কথা বলেছেন। এ সময় তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার মধ্যে কিছু দূরত্বের কথাও তুলে ধরেন।

গত ২৪ নভেম্বর ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে যে পরমাণু চুক্তি সই হয়েছে নেতানিয়াহু তার বিরোধিতা করে যাচ্ছেন।

এ সম্পর্কে ওবামা বলেন, “আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে কখনো কখনো আমি ইসরাইলের প্রধানমন্ত্রীর চেয়ে কিছু ভিন্ন কৌশল নিয়ে এগিয়ে যায়।” তিনি নেতানিয়াহুর সমালোচনা করে বলেন, “এটা ভাবা মোটেই সঠিক নয় যে, অব্যাহত চাপের কাছে মাথা নত করে ইরান তার পারমাণবিক কর্মকাণ্ড ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে।” তিনি আরো বলেন, তেহরানের কোনো রাজনৈতিক পক্ষ পরমাণু কর্মসূচির একটা মর্যদাপূর্ণ সমাধান ছাড়া অন্য কিছু মানবে না।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ