এবার ইউনিসেফের শুভেচ্ছা দূত হলেন মার্কিন পপতারকা কেটি পেরি। সম্প্রতি মাদাগাস্কার সফর শেষে এমন কথাই জানালেন তিনি। সেখানে দুর্যোগ ও দারিদ্র্যে দুর্দশাগ্রস্ত শিশুদের প্রতি সহমর্মিতা থেকেই মানবতার কল্যাণে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন এই গায়িকা।
শুভেচ্ছা দূত নির্বাচিত হয়ে দারিদ্র্য এবং অন্যান্য সামাজিক সমস্যায় জর্জরিত শিশু কিশোরদের কল্যাণে কাজ করবেন ২৯ বছর বয়সী কৃষ্ণকেশী সুন্দরী। ইউনিসেফের পক্ষ থেকে প্রতিবছরই সুবিধাবঞ্চিত মানবতার উন্নয়নে বিভিন্ন দেশে ভ্রমণ করবেন তিনি। ইতোমধ্যেই পেরু, হাইতি এবং ফিলিপাইনে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন কেটি।
কেটি পেরি বলেন, একটি সফরের মাধ্যমেই আমার জীবনের অনেক কিছু বদলে গেছে। নিজের জীবনকে এত গভীরভারে কখনও অনুভব করিনি। অসহায় শিশু কিশোরদের দেখে বুঝলাম, আমায় সৃষ্টিকর্তা কত ভালো রেখেছেন। সৃষ্টিকর্তার কাছে আমি সত্যিই কৃতজ্ঞ।