দক্ষিণ আফ্রিকার সদ্যপ্রয়াত কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার একটি আলোকচিত্র দুই লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। নিউইয়র্কের একটি বেসরকারি শিল্পকর্ম সংগ্রহশালা এটি কিনেছে। এটি দক্ষিণ আফ্রিকায় বিক্রি হওয়া কোনো আলোকচিত্রের জন্য সর্বোচ্চ মূল্য বলে জানান আয়োজকরা। আলোকচিত্রটি বিক্রির এই টাকা জোহানেসবার্গে নির্মীয়মাণ নেলসন ম্যান্ডেলা শিশু হাসপাতাল ও ওয়ার্ল্ডওয়াইল্ড লাইফ তহবিলে দান করা হবে। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তিতুল্য ২১ ব্যক্তির আলোকচিত্রের একটি সিরিজের অংশ ম্যান্ডেলার এই আলোকচিত্রটি। এটি ধারণ করেছেন আলোকচিত্রী আঁদ্রিয়ান স্টেইরান। আলোকচিত্রটিতে দেখা যায় একটি আয়নায় ম্যান্ডেলার মুখমণ্ডল প্রতিবিম্বিত হচ্ছে। স্টেইরান বলেন, আমি চেয়েছিলাম মাদিবাকে একটি আয়নায় ধারণ করতে, যেন আমরা দেখতে পাই একটি মানুষের জীবন প্রতিবিম্বিত হচ্ছে। ম্যান্ডেলার গোত্রনাম ‘মাদিবা’ সম্বোধন করে স্টেইরান আরও বলেন, তার প্রতিবিম্বিত জীবনের প্রেরণা যেন আমাদের ভবিষ্যতে পাথেয় হয়, তা-ই ছিল এই আলোকচিত্রের লক্ষ্য।
