বিশ্বে ৭০০ কোটি মানুষ। স্বাভাবিকভাবেই, জিনের গঠনগত কারণে তাদের চিন্তাধারায় রয়েছে বৈচিত্র্যের ব্যাপকতা। তবে, সবাই তো আর খবরের শিরোনাম হতে পারেন না। তার জন্য প্রয়োজন বিশেষ কিছু মৌলিক বৈশিষ্ট্যের সমন্বয়। তা হোক ইতিবাচক কিংবা নেতিবাচক। বিশ্বাস করতে কষ্ট হলেও ঘটনাটি সত্যি। যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের বাসিন্দা হেনরি আর্ল (৬৪) তার গত ৪৪ বছরের জীবনে ১ হাজার ২৬৭ বার গ্রেপ্তার হয়েছেন। এটাকে বিশ্বরেকর্ড বলেই মানছেন কর্মকর্তারা। যদিও সে ধরনের কোন খেতাব বা স্বীকৃতি এখনও কপালে জোটেনি হেনরির। তবে, এমন রেকর্ড গড়ার ইচ্ছায় একবারও জেলে যাননি তিনি। এইতো মাত্র কয়েক দিন আগেই তাকে লেক্সিংটনের একটি খাবার দোকানের বাইরে থেকে মাতাল অবস্থায় গ্রেপ্তার করা হলো। এখনও তিনি নিরাপত্তা হেফাজতে রয়েছেন। গত ৩টি জন্মদিন তিনি পালন করেছেন জেলে বসেই। সেখানেই প্রবীণ হেনরি ৬৪ বছরে পা রাখেন। ২০ বছর বয়সে প্রথমবার গ্রেপ্তার হন তিনি। আর, জীবনের ৬,০০০ দিন অর্থাৎ প্রায় ৬ বছর তিনি কাটিয়েছেন লোহার গারদের পেছনে। তবে, কোন কোন কারণে তিনি এতোবার পুলিশের বিশেষ পছন্দের তালিকায় ছিলেন, সে সম্পর্কে বিস্তারিত কোন তথ্য জানানো হয়নি।