Home / আন্তর্জাতিক / ওবামা, বুশ ও ক্লিনটন দম্পতি দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন

ওবামা, বুশ ও ক্লিনটন দম্পতি দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন

obama2.thumbnailযুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেকসহ কমপক্ষে ৩ প্রেসিডেন্ট বর্ণবাদবিরোধী আন্দোলনের প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে দক্ষিণ আফ্রিকা সফর করবেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। গতকাল হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা শেষকৃত্যে অংশ নিতে আগামী সপ্তাহে ম্যান্ডেলার দেশে যাবেন। ওবামা দম্পতির সঙ্গে এয়ার ফোর্স ওয়ানে থাকবেন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও তার স্ত্রী লরা বুশ। এদিকে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনও সস্ত্রীক দক্ষিণ আফ্রিকা সফরের পরিকল্পনা করছেন। বিল ক্লিনটন ও তার স্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন কবে দক্ষিণ আফ্রিকায় রওনা হবেন, সে সম্পর্কে এখনও সুনির্দিষ্ট কোন তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে বুশের এক মুখপাত্র জানিয়েছেন, বুশ দম্পতি কৃতজ্ঞচিত্তে দক্ষিণ আফ্রিকা সফরের ব্যাপারে ওবামার আমন্ত্রণ গ্রহণ করেছেন। সফর আয়োজনের প্রস্তুতি চলছে। তবে, ওবামা ও বুশ দম্পতি কবে ও কখন দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হবেন, সে সম্পর্কে সুনির্দিষ্ট কোন তথ্য দেয়া হয়নি। আগামী ১৫ই ডিসেম্বর ম্যান্ডেলার নিজ শহরে একটি ছোটখাট শেষকৃত্যের পর মঙ্গলবার জোহানেসবার্গ স্টেডিয়ামে বড় আকারে একটি স্মরণসভা অনুষ্ঠিত হবে। সিএনএন’কে দেয়া এক সাক্ষাৎকারে বিল ক্লিনটন বলেছেন, আমার পুরো পরিবার ম্যান্ডেলার শেষকৃত্যে থাকবে। অপর এক সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার দক্ষিণ আফ্রিকা সফর করতে পারেন। তবে, তার সফরের বিষয়টি এখনও পরিস্কার নয়।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ