Home / আন্তর্জাতিক / টাইম ম্যাগাজিনের ‘বর্ষসেরা ব্যক্তিত্ব’ অ্যাডল্ফ হিটলার…

টাইম ম্যাগাজিনের ‘বর্ষসেরা ব্যক্তিত্ব’ অ্যাডল্ফ হিটলার…

hitlar1মানুষ প্রকৃতিগতভাবেই বৈচিত্র্য ভালোবাসে। মানব-মনস্তত্ত্বের বিশেষ এ বৈশিষ্ট্যই তাকে জ্ঞানের বহু শাখায় স্বতঃস্ফূর্ত বিচরণের পথ করে দেয়। বৈচিত্র্যের মধ্য থেকে সে তার প্রিয় কোন একটি বিষয় বেছে নিলেও, অন্য বিষয়গুলো জানার প্রতি আগ্রহ তাকে সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর করে। ঋদ্ধ হয়ে ওঠে সে। জ্ঞানের অন্য শাখাসমূহ থেকে আহরিত জ্ঞানকে সে কাজে লাগায় নিজের ক্ষেত্রটিতে। একটু অন্যভাবে একই বিষয়কে উপস্থাপন করে সে। আর সেটাই হয়ে ওঠে কালজয়ী। সাধারণ সেই মানুষটি হয়ে ওঠে অসাধারণ। তার সৃষ্টির মাঝে অমরত্ব লাভ করে সে। আমাদের জ্ঞানের সেই ভাণ্ডারকে সমৃদ্ধ করার অতি ক্ষুদ্র প্রয়াসে এখানে জানা-অজানা ৫টি মজার তথ্য উপস্থাপন করা হলো:

১) সাধারণভাবে, একজন মানুষের মাথায় গড়ে ৮৫ হাজার থেকে দেড় লাখ চুল থাকে। যাদের মাথাভর্তি চুল তাদের ওপর বহু আগেই পরিচালিত গবেষণার পর এ তথ্য জানা গেছে।
২) শতবর্ষী নারী-পুরুষদের অনুপাতটা জানেন কি? ১০০ বছর বয়স অতিক্রম করা প্রতি ৫ জনের ৪ জনই নারী। একজন মাত্র পুরুষ।
৩) পানি যখন বরফে রূপান্তরিত হয়, তখন তা ১০ শতাংশ বর্ধিত আকার ধারণ করে।
৪) ছোট ও এমনকি বড়দের স্বপ্নপুরী যুক্তরাষ্ট্রে অবস্থিত ‘ডিজনিল্যান্ড’কে প্রতি বছর পরিস্কার-পরিচ্ছন্ন ও ঝকঝকে-তকতকে রাখতে ৫,০০০ গ্যালন বা প্রায় ১৯ হাজার লিটার রং প্রয়োজন হয়।
৫) ১৯৩৮ সালে টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছিলেন অ্যাডল্ফ হিটলার।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ