Home / আন্তর্জাতিক / গণভোটে সমকামী বিয়ে প্রত্যাখ্যান ক্রোয়েশিয়ায়

গণভোটে সমকামী বিয়ে প্রত্যাখ্যান ক্রোয়েশিয়ায়

YYYY_102ক্রোয়েশিয়ায় সমকামী বিয়ের পক্ষে-বিপক্ষে জনমত যাচাইয়ের এক গণভোটে প্রত্যাখ্যাত হয়েছে প্রকৃতি বিরোধী বিকৃত মানসিকতার সমকামী বিয়ে পদ্ধতি। বিয়ে কি একজন পুরুষ ও একজন নারীর মধ্যেই হওয়া উচিত-এমন প্রশ্নে হ্যাঁ ভোট দিয়েছেন ৬৪.৮৪ ভাগ ভোটার।

সমকামী বিয়েকে স্বীকৃতি দেয়ার আগে গণভোটের মাধ্যমে জনমত যাচাইয়ের কথা বলে গীর্জা সমর্থিত একটি গ্রুপ। তবে এ ক্ষেত্রে গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়ে সমালোচনা করছে কথিত মানবাধিকার গ্রুপগুলো।

আল জাজিরার খবরে বলা হয়, আংশিক ফলের ক্ষেত্রে দেখা গেছে ৬৪.৮৪ ভাগ মানুষ বিকৃত যৌনাচারের সমকামী বিয়ে প্রত্যাখ্যান করেছেন। সম্পূর্ণ ফল আসলে এ হার আরও অনেক বেশি হতে পারে।

রোববারের ওই ভোটে ৩৪.৫৬ ভাগ ভোটার বিয়ে কেবল নারী পুরুষের মিলনেই সীমাবদ্ধ থাকুক এমন প্রশ্নে না ভোট দিয়েছেন।

পশ্চিমা ও ইউরোপের কয়েকটি দেশ সমকামী বিয়েকে আইনি স্বীকৃতি দেয়ার পর বিভিন্ন দেশে কথিত মানবাধিকার গ্রুপগুলো এর স্বীকৃতির জন্য চাপ প্রয়োগ করছে। এজন্যই জনমত যাচাইয়ের জন্য ক্রোয়েশিয়ায় গণভোটের আয়োজন করা হয়।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ