বাংলায় ‘পুনর্জাগরণ’ আর ইংরেজিতে ‘রিসার্জেন্স’ নামের একটি অনলাইন ম্যাগাজিন প্রকাশ করেছে সশস্ত্র সংগঠন আল কায়েদা। ম্যাগাজিনটি মূলত ইংরেজি ভাষাভাষী মানুষের পাঠের উপযোগি করে ভিডিও বার্তাসহ ইন্টারনেটে প্রকাশ করা হয়।
এবিষয়ে সম্প্রতি আল কায়েদার মিডিয়া শাখা একটি ভিডিও বার্তা প্রকাশ করেছিল। সেখানেই ‘পুনর্জাগরণ’ সম্পর্কে ঘোষণা দেয়া হয়।
পশ্চিমের বাজারে কোনো সশস্ত্র সংগঠন কর্তৃক এটাই প্রথম কোনো প্রকাশনা নয়। এর আগে বোস্টনের ম্যরাথনে বোমা হামলাকারীরা বোমা তৈরীর ফর্মুলা ‘প্রেরণা’ নামক একটি প্রকাশনার মাধ্যমে ছড়িয়ে দেয়। ওই প্রকাশনাটি বের করতে সহায়তা করে আরব উপদ্বীপের আল কায়েদা সমর্থিত একটি সশস্ত্র বাহিনী।
বিশেষজ্ঞরা জানান, প্রকাশনা বের করার মানে হলো তারা সাংগঠনিকভাবে শক্তিশালী হচ্ছে। তারা যে ড্রোন হামলার বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশ্বব্যাপী স্বেচ্ছাসেবক নিয়োগ দিচ্ছে তা স্পষ্ট।