আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় জুযজান প্রদেশের একটি মসজিদে নামাজ পড়া অবস্থায় দুই বেসামরিক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে তালেবানরা। তালেবানের মুখপাত্র কারি ইউসুফ আহমাদি ওই হামলার দায় স্বীকার করেছেন।
তিনি বলেছেন, আফগান পুলিশকে সহযোগিতার কারণে ওই দুই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
জানা গেছে, দেশটির ফয়েজ আবাদ এলাকায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহতদের মধ্যে একজন শিক্ষক ছিলেন।