ফের ইয়েমেন উপকূলে নৌকাডুবির ঘটনা ঘটেছে। আফ্রিকা থেকে ইয়েমেনে পাড়ি জমানোর সময় ৪২ জন যাত্রীবাহী একটি নৌকা দেশটির বীর আলি উপকূলে ডুবে গিয়েছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শাবওয়া উপকূলে ওই নৌকা ডুবির ঘটনা ঘটেছে। দুঘর্টনার পর ইয়েমেন নৌবাহিনীর একটি টহল জাহাজ সেখানে পৌছে ৩০ জনকে উদ্ধার করে দেশটির মেফা উদ্বাস্তু কেন্দ্রে পাঠিয়েছে। বাকিরা এখনও নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে বিবিসি।
উল্লেখ্য, এভাবে প্রতি বছরই ঝুঁকি নিয়ে শত শত আফ্রিকান নৌকায় করে ইয়েমেনে পাড়ি জমায়। এ পর্যন্ত কয়েকবার নৌকাডুবির ঘটনা ঘটেছে। ওই সব দুর্ঘটনায় এ পর্যন্ত প্রায় শতাধিক প্রাণ হারিয়েছে।