ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারন আজ শনিবার মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
শনিবার সন্ধ্যায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, রাজধানীর তেল আবিবের অদূরে শেবা মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। আশা করা যাচ্ছে শিগগিরই শ্যারনের মৃত্যুর বিষয়ে বিবৃতি দেবে কর্তৃপক্ষ।
শ্যারন ২০০৬ সাল থেকে কোমায় ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনিসহ নানা ধরনের রোগে ভুগছিলেন। ২০০১ শালে শ্যারন ইসরায়েলের ১১তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ২০০৫ সালে তিনি স্ট্রোক করেন। পরের বছর বড় ধরনের স্ট্রোক করার পর তিনি কোমায় ছিলেন। শ্যারনের মৃত্যুর সময় পরিবারের সব সদস্যই তাঁর পাশে ছিলেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।