সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহী জোট ও আল-কায়েদা সমর্থিত যোদ্ধাদের সংঘর্ষে ৫০০ জনের মতো নিহত হয়েছে।
বিবিসি সূত্র মতে, যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ার মানবাধিকার রক্ষা সংক্রান্ত পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, ইসলামি ফ্রন্ট নেতৃত্বাধীন বিদ্রোহী জোটের সঙ্গে আল-কায়েদা সংশ্লিষ্ট ইসলামি স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য লেভান্ট (আইএসআইএল) এর সংঘর্ষে ৪৮২ জনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে ৮৫ জন বেসামরিক নাগরিক, ২৪০ বিদ্রোহী এবং ১৫৭ জন আইএসআইএল যোদ্ধা।
গত শুক্রবার থেকে শুরু হওয়া সংঘর্ষ দেশটির উত্তরাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ৪টি প্রদেশে ছড়িয়ে পড়েছে। ইসলামিক দলগুলো আইএসআইএল এর বিরুদ্ধে সিরিজ হামলা চালালে দুই পক্ষের লড়াই শুরু হয়।