যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে খুন হওয়া প্রবাসী বাংলাদেশি মহিউদ্দিন মাহমুদ দুলালের হত্যাকারীকে আটক করা হয়েছে। পালিয়ে যাওয়ার সময় জন এফ কেনেডি বিমানবন্দর থেকে মো. রাসেল সিদ্দিকি (২৭) নামের এই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়ার পর রাসেল পুলিশকে জানায়, নগদ অর্থ ও অপমানের প্রতিশোধ নিতে নিজ হাতে তিনি এ খুন করেছেন।
রাসেলের বাড়ি সন্দ্বীপের বেগমগঞ্জে। ক্রেডিট কার্ডে কুয়েত এয়ারওয়েজের টিকিট কেটে গত মঙ্গলবার রাতেই ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ছাড়ার চেষ্টা চালান রাসেল।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার গভীর রাতে ব্রুকলীনের ম্যাকডোনাল্ড নামক রাস্তায় নিজ বাড়ির ভূগর্ভস্থ ঘরে দুলালের গলা কাটা লাশের সন্ধান পাওয়া যায়। তার খুনের খবর পেয়ে ব্রুকলীন পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি চালায়।
জানা গেছে, নিহত দুলালের ৫৪৬ ব্রুকলীনের ম্যাকডোনাল্ড রাস্তার বাড়ির ভূগর্ভস্থ ঘরে ভাড়া থাকতেন নোয়াখালীর বেগমগঞ্জের ২৫ বছর বয়সি রাসেল নামের এক যুবক। ঘটনার পর থেকে সে নিখোঁজ ছিল। তার রহস্যজনক এই নিখোঁজের কারণেই স্থানীয় অনেকে তাকে সন্দেহ করে।