Home / আন্তর্জাতিক / আকাশ থেকে পড়ল মানব শরীরের অংশ
আকাশ থেকে পড়ল মানব শরীরের অংশ

আকাশ থেকে পড়ল মানব শরীরের অংশ

রাতের আকাশের দিকে চেয়ে তারা দেখছিল সৌদি আরবের এক যুবক। উল্কাপাত দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিল ও। কিন্তু কিছুক্ষণ পরেই ও অবাক বনে গেল। আকাশ থেকে পড়ল মানব শরীরের অংশ। জেড্ডার আকাশ থেকে মানব শরীরের অংশ পড়ার কথা ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য পড়ে যায়। (ছবি-ফেসবুকের সৌজন্যে)

রাত ২.৩০টের সময় পুরো ঘটনা ফোন করে পুলিসকে জানাল যুবক। পুলিস ঘটনাস্থলে এসে দেখে মানবশরীরে অংশ। পরে জানা যায় বিমানের চাকায় লুকিয়ে থাকা মানুষের দেহাংশই কোনও কারণে মাটিতে এসে পড়েছে। বিমানের চাকায় কোনও যাত্রীর পা আটকে থাকায় এই ঘটনা ঘটে বলে অনুমান। তবে কোন বিমান থেকে দেহাংশ পড়ল, কী করেই বা সেখানেই দেহাংশ ছিল, তা এখনও পুলিস জানায়নি। পুলিস শুধু জানায় রেড সি সিটি থেকে দেহাংশ উদ্ধার হয়েছে, যা রাত দু’টো নাগাদ আকাশ থেকে পড়ে।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ