Home / আন্তর্জাতিক / শত কোটি ডলার দান করলেন মার্ক জুকারবার্গ
মার্ক জুকারবার্গ

শত কোটি ডলার দান করলেন মার্ক জুকারবার্গ

সামাজিক যোগাযোগ জায়ান্ট ফেইসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জুকারবার্গ ২০১৩ সালে প্রায় শত কোটি ডলার দাতব্যকাজে দান করেছেন।

২০১৩ সালে শিক্ষা ও সেবামূলক খাতে জুকারবার্গ সবচেয়ে বেশি অর্থ দান করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ।

২৯ বছর বয়সী জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসসিলা গত বছর ডিসেম্বরে ক্যালিফোর্নিয়ার দাতব্য প্রতিষ্ঠান সিলিকন ভ্যালির কমিউনিটি ফাউন্ডেশনে ৯৯ কোটি ৯০ লাখ ডলার অর্থ সহায়তা দেন।

এর আগে ২০১২ সালে আমেরিকার শীর্ষ ধনী ওয়ারেন বাফেট একই প্রতিষ্ঠানে ৫০ কোটি ডলার অর্থ সহায়তা দেন। জাকারবার্গের পর সবচেয়ে বেশি অর্থদাতা ব্যাক্তির তালিকায় রয়েছেন নাইকি চেয়্যারম্যান ফিল নাইট, তিনি অরিগন হেল্থ অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি ফাউন্ডেশনে ৫০ কোটি ডলার দিয়েছেন। এদিকে মাইকেল ব্লুমবার্গ ৩৫ কোটি ডলার দিয়েছেন জনস হপকিনস ইউনিভার্সিটিতে।

শিক্ষা ও চিকি‍ৎসা ক্ষেত্রে দাতাদের অর্থসহায়তায় বেশি আগ্রহ থাকলেও সিলিকন ভ্যালি কমিউনিটি ফাউন্ডেশন ব্যতিক্রমই বলা চলে। এ প্রতিষ্ঠান দাতাদের প্রাপ্ত অর্থ দিয়ে অনুন্নত দেশের সুবিধাবঞ্চিতদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে থাকে।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ