Home / আন্তর্জাতিক / রাখে আল্লাহ, মারে কে
রাখে আল্লাহ, মারে কে

রাখে আল্লাহ, মারে কে

সাইকেল চালিয়ে ব্যস্ত সড়কে যাচ্ছেন। হঠাৎ করে গাড়ি চাপায় পড়লেন। কিন্তু সামান্য ক্ষত আর আঘাত পাওয়ার বিনিময়ে প্রাণে বেঁচে গেলেন।
চলন্ত গাড়ির সামনের চাকা দিয়ে চাপা পড়লেও এভাবেই বেঁচে গেছেন জাস্টিন ফিউটারস।
ইংল্যান্ডের ওয়েস্ট সাসসেক্স কাউন্টির ওর্থিংয়ে এ দুর্ঘটনা ঘটেছে। জরুরি উদ্ধারকর্মীরা না আসা পর্যন্ত প্রায় আধ ঘণ্টা গাড়ির নিচে থাকতে হয় সৌভাগ্যবান ফিউটারসকে।
এ চিত্রশিল্পী জানান, রাস্তার পিচের সঙ্গে তার মাথা ও মুখের ঘষা লাগচ্ছিল। গাড়ির ইঞ্জিন তার ঠিক ঘাড়ের ওপর ছিল। এক ইঞ্চিরও কম ফাঁক ছিল শরীর ও গাড়ির নিচের অংশের।
ভাগ্যের জোরে বেঁচে যাওয়ায় না হেসে পারেন নি তিনি। তবে নিজের এই দুর্ঘটনাকে অন্যান্যদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের বিষয়টি ভাবাবে বলে মন্তব্য তার।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ