জানুয়ারির শেষ সপ্তাহে ৬০ বছর পূর্ণ হবে টিভি ব্যক্তিত্ব অপরাহ উইনফ্রে’র। মিডিয়া মোঘল বলে খ্যাত এই টিভি উপস্থাপক এখনো অবিবাহিতই থেকে গেলেন। তবে ছয় দশক পূর্তির প্রান্তে দাঁড়িয়ে অবশেষে বিয়ে করতে যাচ্ছেন তিনি।
আনুষ্ঠানিক কোন ঘোষণা নয়, অপরাহ’র পার্টনার স্টেডম্যানের সূত্রে খবরটি জানিয়েছে কন্টাক্ট মিউজিক।
পেশায় ব্যবসায়ী ও লেখক স্টেডম্যান গ্রাহাম অপরাহ উইনফ্রে’র সাথে ডেটিং করেছিলেন ছয় বছর। এরপর ১৯৯২ তে স্টেডম্যান-উইনফ্রে’র বাগদান হয়।
তবে বাগদান হয়ে গেলেও বিয়ে না করেই তারা ইতিমধ্যে দুই দশকের বেশি সময় কাটিয়ে দিয়েছেন। বিয়ের কথা চিন্তা করেননি কেউই। তবে সম্প্রতি নেলসন ম্যান্ডেলা’র শেষকৃত্য অনুষ্ঠানে যোগদান করার পর থেকে বিয়ের প্রয়োজনীয়তা উপলব্ধি করছেন স্টেডম্যান।
ন্যাশনাল এনকুইরার ম্যাগাজিনকে একটি সূত্র জানিয়েছে, ‘এটা অপরাহ’র জন্য একটা গভীর আবেগের সময়। ম্যান্ডেলা এবং তার কাজকে দারুণ ভালোবাসেন তিনি। ম্যান্ডেলা’র শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তারা। সে সময়ই স্টেডম্যান অনুভব করলেন বাকি জীবন অপরাহ’র সাথে বিবাহিত জুটি হিসেবে কাটাবেন।”
স্টেডম্যানের বন্ধুরা তাকে বলছেন ২৯ জানুয়ারি অপরাহ’র ৬০ তম জন্মদিনে যেন দুজনে বিয়ের কাজটি সেরে ফেলেন।
সূত্রটি আরো জানায়, ‘স্টেডম্যান ভাবছেন পৃথিবী থেকে বিদায় নেয়ার পর তাকে যেন অপরাহ’র পাশে সমাহিত করা হয়। আর তারা বিয়ে করলেই সেটি সম্ভব।’