নারী অপহরণ, ধর্ষণ এবং হত্যার দায়ে এলিয়াস অ্যাকেভোডো (৪৯) নামে এক ব্যক্তিকে ৪৪৫ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত। তার বিরুদ্ধে ২৯৭টি অভিযোগ দায়ের করা হয়। তিনি সবগুলো অভিযোগ স্বীকার করেন। মঙ্গলবার এ রায় ঘোষণার পর প্রসিকিউটররা জানান, অ্যাকেভোডোর প্যারোলেও মুক্তির কোনো সম্ভাবনা নেই। যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডের সেইমুয়ের এভিনিউয়ের বাসিন্দা অ্যাকেভোডোর বিরুদ্ধে প্রায় দুই দশক তার নিজ কন্যাকে যৌন নির্যাতনসহ তার অপর দুই প্রতিবেশী নারীকে অপহরণ, ধর্ষণ এবং হত্যা করাসহ বিভিন্ন অভিযোগ ওঠে। পামেলা পামবার্টন (৩০) এবং ক্রিস্টিনা অ্যাডকিন্স (১৮) নামক অ্যাকেভোডোর দুই প্রতিবেশীর মৃতদেহ যথাক্রমে ১৯৯৪ এবং ১৯৯৫ সালে উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ওই দুই নারীকে অপহরণের পর হত্যা করেন অ্যাকেভোডো। রায় ঘোষণার পর অ্যাকেভোডো বলেন, ‘আমি দানব না। আমি অনুতপ্ত।’ আল-জাজিরা।
