Home / আন্তর্জাতিক / সিরিয়ায় হেলিকপ্টার থেকে লেবানন আর্মির গুলিবর্ষণ

সিরিয়ায় হেলিকপ্টার থেকে লেবানন আর্মির গুলিবর্ষণ

লেবাননের সেনাবাহিনী প্রথমবারের মতো সিরিয়ার কোন আকাশযানে গুলিবর্ষণ করেছে। সামরিক বাহিনীর সূত্র জানিয়েছে, লেবানন সীমান্তের মধ্যে অভিযান চালানোর সময় দেশটির আর্মি সিরিয়ার হেলিকপ্টারের ওপর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে গুলিবর্ষণ করে। এবারই প্রথম লেবানন ভূখণ্ডে সিরীয় হামলার জবাব দিলো লেবানন সেনাবাহিনী। বার্তা সংস্থা এএফপিকে ওই সামরিক সূত্র জানায়, প্রতিরক্ষা ব্যবস্থা অনুযায়ী সিরিয়ার হেলিকপ্টার লক্ষ্য করে বিমান বিধ্বংসী গুলি চালানো হয়। সিরিয়া সীমান্তের নিকটবর্তী খিরবেত দাউদ এলাকায় হেলিকপ্টারগুলো বোমাবর্ষণ করে বলে তিনি উল্লেখ করেন। লেবানন ভূখণ্ডে সিরিয়ার অভিযানে কেউ হতাহত হয়নি বলে কর্মকর্তারা জানিয়েছে। হেলিকপ্টার লক্ষ্য করে ছোড়া গুলি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে কিনা জানা যায়নি। প্রতিরক্ষামন্ত্রী ফায়েজ ঘোসন বলেন, সরকারের হুকুমেই লেবানন সেনাবাহিনী এ পদক্ষেপ নিয়েছে।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ