জীবনের শেষ টেস্ট খেলতে নেমে শতক করেছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিস। আউট হওয়ার আগে হয়েছেন টেস্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও।
ডারবানে দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিন প্রথম সেশনে কাঙ্খিত শতক তুলে নেন ক্যালিস। এটি সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডারের ৪৫তম শতক।
রোববার ৭৮ রান নিয়ে দিনের খেলা শুরু করেন ক্যালিস। ‘নাইটওয়াচম্যান’ ডেল স্টেইনের সঙ্গে ক্যালিসের জুটিতে প্রথম ইনিংসে ভারতের করা ৩৩৪ রান পার করে স্বাগতিকরা। এরপর রবীন্দ্র জাদেজার ওভারে মিড-অনে এক রান নিয়ে শতকে পৌঁছান ক্যালিস।
এ মাইলফলকে পৌছতে ২৭৩ বল খেলেন ক্যালিস, যাতে ১৩টি বল বাউন্ডারি পার করেছেন তিনি।

দ্রাবিড়কে ছাড়ালেন শেষ টেস্টে শতক করা ক্যালিস
লাঞ্চের আগেই ১১৫ রান করে পেরিয়ে যান রাহুল দ্রাবিড়ের ১৩ হাজার ২৮৮ রান। কিন্তু পরের ওভারে জাদেজার বলে সুইপ করতে গিয়ে ধোনিকে ক্যাচ দিয়ে করতালির মধ্য দিয়ে সাজঘরে ফেরেন ক্যালিস।
শনিবার হাশিম আমলার বিদায়ের পর দর্শকদের তুমুল করতালির মধ্যে ব্যাট করতে নেমেছিলেন ক্যালিস। এ সময় সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডারকে ‘গার্ড অব অনার’ দেন ভারতের ক্রিকেটাররা। সম্মান প্রদর্শনে বাদ যাননি দুই অস্ট্রেলীয় আম্পায়ার স্টিভ ডেভিস আর রড টাকারও।