Home / খেলা / দেশে ফিরলেন ব্রাভো

দেশে ফিরলেন ব্রাভো

নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র একটি ওয়ানডে ম্যাচ খেলেই দেশে ফিরে গেছেন ড্যারেন ব্রাভো। ব্যক্তিগত কারণেই দেশে ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজের এ ব্যাটসম্যান। তাই পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের বাকি চার ম্যাচে খেলতে পারছেন না ব্রাভো। শুধু ওয়ানডেই নয়, তিনি মাঠে থাকছেন না দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজেও। কাল অকল্যান্ড থেকে ত্রিনিদাদের ফ্লাইট ধরেছেন ব্রাভো। খবরটা নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ব্রাভো দেশে চলে যাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে কোচ ওটিস গিবসনের কপালে। কেননা নিউজিল্যান্ড সফরে সফল পারফরমার ছিলেন তিনি। তিন ম্যাচের টেস্ট সিরিজে ৬৫.৫০ গড়ে চার ইনিংসে তোলেন সর্বোচ্চ ২৬২ রান। ডানেডিনে অনুষ্ঠিত প্রথম টেস্টে হাঁকান অনবদ্য এক ডাবল সেঞ্চুরি। যে কারণে তার দল ইনিংস ব্যবধানের হার এড়িয়ে যায়। দলে ব্রাভোর পরিবর্তে কোনো ক্রিকেটারকে নেওয়া হচ্ছে না। ১৬ সদস্যের ওয়ানডে দলকে ১৪ জনে নিয়ে আসতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। কব্জির ইনজুরির কারণে আগেই দেশে ফিরেছেন মারলন স্যামুয়েলস।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ