বেতনভুক্ত কোচদের মূল্যায়ন করতে গিয়ে একের পর এক কমিটি হচ্ছে। টিটু-মারুফ-নিপুর পর জনিদের নিয়ে আলাদা একটি কমিটি হয়েছিল। সবাই মিলে ১৯ জন কোচদের আলাদা করে মূল্যায়ন রিপোর্ট তৈরি করেছে। ক্যাটাগরি করে তাদের বিভিন্ন ছকে রাখা হয়েছে। তবে এ রিপোর্ট নিয়ে বাফুফের ডেভেলপমেন্ট কমিটি কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। তারা নিজেরা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দিকে যেতে চাইছে না। বল ঠেলে দিচ্ছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের কোর্টে। আজকালের মধ্যে তার সঙ্গে বাদল রায়রা বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
