রজার ফেদেরারের কোচিং দলে যোগ দিয়েছেন স্টেফান এডবার্গ। ১০ সপ্তাহের জন্য সুইজারল্যান্ডের এ টেনিস তারকার সঙ্গে কাজ করবেন সাবেক সুইডিশ তারকা। চুক্তি অনুযায়ী এডবার্গের প্রথম অ্যাসাইনমেন্ট হবে অস্ট্রেলিয়ান ওপেন। এডবার্গকে পাশে পেয়ে উচ্ছ্বসিত ১৭টি গ্র্যান্ড স্লামজয়ী ফেদেরার বলেন, ‘স্টেফান আমার ছেলেবেলার নায়ক। তার সঙ্গে সময় কাটাতে এবং তার কাছ থেকে কিছু শিখতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ শিষ্যের সঙ্গে গুরু এডবার্গও আনন্দিত, ‘রজারের দলের অংশীদার হতে পেরে আমি সত্যিই শিহরিত। আশা করি আমরা দু’জন মিলে সুইস তারকার সেরা খেলাটা ফিরিয়ে আনতে পারব।’ ইন্টারনেট।