সাকিব আল হাসানকে টপকে আবারও ওয়ানডে ক্রিকেটের অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে গেছেন মোহাম্মদ হাফিজ। শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে সাকিবের কাছ থেকে সেরা অলরাউন্ডারের খেতাবটা কেড়ে নিয়েছেন পাকিস্তানের টি-টুয়েন্টি অধিনায়ক। সিরিজে সর্বাধিক ৪৪৮ রান সংগ্রহ করে পাকিস্তানকে ৩-২ ব্যবধানে সিরিজ জেতাতে অগ্রণী ভূমিকা পালন করেন হাফিজ। সঙ্গে ছিল তার অনবদ্য তিনটি সেঞ্চুরি। বোলিংয়ে দখল করেন ৪ উইকেট। সুবাদে ৪১১ রেটিং পয়েন্ট নিয়ে সাকিবকে পেছনে ফেলেছেন হাফিজ। দ্বিতীয় স্থানে সাকিব রয়েছেন ৩৭৬ পয়েন্ট নিয়ে। এ নিয়ে চলতি বছর বেশ কয়েকবার এ দুই অলরাউন্ডার নিজেদের মধ্যে স্থান অদলবদল করেছেন। সর্বপ্রথম গত জানুয়ারিতে সাকিবের কাছ থেকে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান কেড়ে নেন হাফিজ। দুই মাস পর মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে সাফল্যের মুখ না দেখায় বাংলাদেশের সাবেক এ অধিনায়কের কাছে জায়গাটা ছেড়ে দিয়ে দুই নম্বরে নেমে যান তিনি। জিম্বাবুয়ে সফরে এ সাকিব বাজে পারফর্ম করায় আবার স্থান বিনিময় করে দু’জন। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে হাফিজ বাজে পারফরম্যান্স করায় ওয়ানডে না খেলেও শীর্ষে ওঠে যান সাকিব।
