সংযুক্ত আরব আমিরাতের আল আইন শহরে তরুণদের বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের শেষ রাউন্ডে জিতেছে বাংলাদেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান।
শনিবার ফাহাদ সাদা নিয়ে মঙ্গোলিয়ার সুগার গান-এরদেনেকে হারায়। অনূর্ধ্ব-১০ বছরের বিভাগে ১১ ম্যাচে সাড়ে ৮ পয়েন্ট নিয়ে প্রতিযোগিতা শেষ করলো ফাহাদ।
টানা তিন ম্যাচ জেতার পর চতুর্থ রাউন্ডে হারে ফাহাদ। এরপর আবার টানা তিনটি জয়ের পর অষ্টম রাউন্ডে হেরে ও নবম রাউন্ডে ড্র করে কিছুটা পিছিয়ে পড়ে ফাহাদ। এরপর আবার টানা দু’টি জয়ে ওপরের দিকে থেকেই প্রতিযোগিতা শেষ হয় তার।
মূল প্রতিযোগিতার ফাঁকে একই বয়স বিভাগে দ্রুতগতির দাবাতেও (ব্লিটজ) অংশ নেয় ফাহাদ। ৭ রাউন্ডের এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত ৫ রাউন্ড শেষে ফাহাদের পয়েন্ট সাড়ে ৪।

বিশ্ব দাবায় শেষ রাউন্ডে ফাহাদের জয়
ফাহাদের অনূর্ধ্ব-১০ বিভাগে প্রায় দুইশ’ প্রতিযোগী অংশ নেয়। এছাড়া আট থেকে ১৮ বছর পর্যন্ত বিভিন্ন বয়স বিভাগে ১২১টি দেশের রেকর্ড ১ হাজার ৭৭৩ জন খুদে ও তরুণ দাবাড়ু অংশ নিয়েছে।
শুরুতে বাংলাদেশ থেকে এ প্রতিযোগিতার বিভিন্ন বয়স বিভাগে চার জনের খেলার কথা থাকলেও ফেডারেশনের আর্থিক সংকটের কারণে যেতে পেরেছে কেবল ফাহাদ। অথচ প্রতিবেশী দেশ ভারত থেকে অংশ নিয়েছে ৮০ জনের বেশি দাবাড়ু।
ফাহাদ মাত্র ১০ বছর বয়সে দেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার হয়। জাতীয় সাব-জুনিয়র চ্যাম্পিয়নও হয়েছে চতুর্থ শ্রেনীতে পড়ুয়া এই দাবাড়ু।