Home / খেলা / টেন্ডুলকারের রেকর্ড ভাঙলেন কুক
টেন্ডুলকারের রেকর্ড ভাঙলেন কুক

টেন্ডুলকারের রেকর্ড ভাঙলেন কুক

ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক কনিষ্ঠতম ব্যাটসম্যান হিসেবে টেস্টে আট হাজার মাইলফলক ছুঁলেন। পেছনে ফেললেন ভারতীয় ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকারকে।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শনিবার অস্ট্রেলিয়াকে ২০৪ রানে গুটিয়ে দিয়ে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংস খেলতে নামে ইংল্যান্ড। মাইকেল কারবেরির সঙ্গে উদ্বোধনী জুটিতে ৫৪ রান সংগ্রহের পথে এই রেকর্ড গড়েন কুক।

২৯ বছর বয়সী ইংলিশ ওপেনার ২১ দিনের ব্যবধানে শচীনের রেকর্ড ভাঙলেন।

এছাড়া ইংল্যান্ডের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ১০১ ম্যাচ খেলে আট হাজার রানের ক্লাবে নাম লিখালেন কুক। চলতি অ্যাশেজ সিরিজে পার্থে একই কীর্তি গড়েন তার সতীর্থ কেভিন পিটারসেন।

অন্য চার ইংলিশ ব্যাটসম্যানরা হলেন জিওফ্রে বয়কট (৮,১১৪), ডেভিড গাওয়ার (৮,২৩১), অ্যালেক স্টুয়ার্ট (৮,৪৬৩) ও গ্রাহাম গুচ (৮,৯০০)।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ