শ্রীলঙ্কার সঙ্গে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিলো পাকিস্তান। চতুর্থ ম্যাচে আট উইকেট জয় পেয়েছে তারা। সাঈদ আজমলের স্পিনে ও উমর গুলের পেসের তোপে দ্রুত গুটিয়ে যায় লংকানরা। জয়ের নায়ক ছিলো পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। অপরাজিত থেকে ১১৩ রানে দারুণ ইনিংস খেলেন হাফিজ।
স্কোর,
শ্রীলঙ্কা: ২২৫/১০ (৪৮.৫ ওভার)
পাকিস্তান: ২২৬/২ (৪১.১ ওভার)
ফল: পাকিস্তান আট উইকেটে জয়ী
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। দলীয় ৩৬ রানে তিন উইকেট হারিয়ে দারুণ চাপে পড়ে শ্রীলঙ্কা। লংকান শিবিরের প্রথম তিনটি উইকেট নেন পাক পেসার উমর গুল। কুসাল পেরেরা ও তিকারত্নে দিলশান উভয়েই ব্যক্তিগত আট রান করে সাজঘরে ফিরেন। ৫১ রান করে রান আউটের ফাঁদে পড়েন কুমার সাঙ্গাকারা। দলের পক্ষে সর্বাধিক ৭৪ আসে আশান প্রিয়ানজানের ব্যাট থেকে। এছাড়া এঞ্জেলো ম্যাথুস করেন ৩৮ রান। দলীয় ৪৮.৫ ওভারে সবকটি উইকেট হারায় শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কা দলের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন সুরাঙ্গা লাকমাল ও এঞ্জেলো ম্যাথুস। ম্যাচ সেরা খেতাব পান মোহাম্মদ হাফিজ।