সাব্বির রহমানের ঝড়ো ব্যাটিংয়ে বিজয় দিবস টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপে মুশফিকুর রহিমের আবাহনীকে ৪ উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাব।
বুধবার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৭১ রানের বড় সংগ্রহ দাঁড় করায় আবাহনী।
সর্বোচ্চ ৫০ রান আসে অধিনায়ক মুশফিকের ব্যাট থেকে। টানা দ্বিতীয় অর্ধশতক পাওয়া মুশফিকের ৩৩ বলের ইনিংসে ছিল ৪টি ছক্কা ও ১টি চার। এছাড়া সৌম্য সরকার ৩১ ও জিয়াউর রহমান ২৮ রান করেন।
১৭ রানে ৩ উইকেট নিয়ে পেসার রুবেল হোসেন প্রাইম ব্যাঙ্কের সেরা বোলার।
জবাবে ম্যাচ সেরা সাব্বিরের অসাধারণ ব্যাটিংয়ে ৩ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় প্রাইম ব্যাঙ্ক।
৫০ বলে ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৮৪ রানে অপরাজিত থাকেন দারুণ ছন্দে থাকা এই ব্যাটসম্যান। জয়ে এনামুল হক (২২) ও সোহাগ গাজীর (অপরাজিত ১৪) ভালো অবদান রয়েছে।
তিন খেলায় এটি প্রাইম ব্যাঙ্কের দ্বিতীয় জয় আর সমান খেলায় আবাহনীর দ্বিতীয হার।
ক্রিকেটারদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি অনুশীলনের সুযোগ করে দিতে এই টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঢাকা ভেন্যুর সবগুলো ম্যাচ প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।