শ্রীলঙ্কার টেস্ট দলে ফিরেছেন উইকেটকিপার কাম ব্যাটসম্যান প্রসন্ন জয়াবর্ধনে। তরুণ ক্রিকেটারদের মিশেলে সিরিজের জন্য শ্রীলঙ্কার ১৬ সদস্যের দলে অবসর নেওয়া তিলকরত্নে দিলশানের বদলে ওপেনার হিসেবে দলে রয়েছেন কুশল সিলভা। আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা না থাকলেও টেস্ট দলে জায়গা করে নিয়েছেন বাঁহাতি সিমার বিশ্ব ফার্নান্দো। ইন্টারনেট।
দল : অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), দিনেশ চান্দিমাল, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, কুশল সিলভা, দিমুথ কুরুনারত্নে, লাহিরু থিরিমানে, প্রসন্ন জয়াবর্ধনে, নুয়ান কুলাসেকারা, সুরাঙ্গা লাকমল, শামিন্দা এরাঙ্গা, নুয়ান প্রদিপ, সাচিথ্রা সেনানায়েকে, রঙ্গনা হেরাথ, দিলরুওয়ান পেরেরা ও বিশ্ব ফার্নান্দো।
