বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে টি-২০ বিশ্বকাপ অনিশ্চয়তায় পড়তে পারে এবং তা ভারতে স্থানান্তর করা হতে পারে। এই অনিশ্চয়তা এবং সম্ভবনাকে সামনে রেখে কলকাতার ইডেন গার্ডেন ও রাঁচির ঝাড়খণ্ড প্রাদেশিক ক্রিকেট অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক স্টেডিয়াম এই আয়োজনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভি ‘কলকাতা , রাঁচি অন স্ট্যান্ড বাই টু হোস্ট টি২০ ২০১৪ ওয়ার্ল্ডকাপ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিসেম্বর মাসের শুরুতে আন্দোলন এবং অবরোধ চলাকালে চট্টগ্রামে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের আবাসিক হোটেলের কাছে ককটেল ফাটে। পরে নিরাপত্তার অভাবে দেশে ফিরে যায় তারা। এরপরই আইসিসি দেশের সার্বিক অবস্থা পর্যবেক্ষণে গুরুত্ব দিয়ে যাচ্ছে।
এছাড়া পাকিস্তান বিরোধী প্রচারণা চলার কারণে পাকিস্তানি ক্রিকেট দলও এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশে না আসার চিন্তাভাবনা করছে।
টি-২০ বিশ্বকাপের বাছাই পর্ব শুরু হবে ১৬ মার্চ আর ভারত-পাকিস্তানের ম্যাচ দিয়ে ২১ মার্চ মূলপর্ব শুরু হবে।