Home / খেলা / বিশ্ব দাবা: ষষ্ঠ রাউন্ডেও জিতলো ফাহাদ
বিশ্ব দাবা: ষষ্ঠ রাউন্ডেও জিতলো ফাহাদ

বিশ্ব দাবা: ষষ্ঠ রাউন্ডেও জিতলো ফাহাদ

সংযুক্ত আরব আমিরাতের আল আইন শহরে তরুণদের বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ রাউন্ডে জিতেছে বাংলাদেশের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান।

এই প্রতিযোগিতায় দশ বছরের বিভাগে খেলছে ফাহাদ। রোববার ষষ্ঠ রাউন্ডে ফাহাদ কালো নিয়ে ভিয়েত নামের নগো ডুক ত্রিকে হারায়।

টানা তিন ম্যাচ জেতার পর শনিবার চতুর্থ রাউন্ডে হারলেও পরের রাউন্ডেই আবার জিতেছিল ফাহাদ। ছয় রাউন্ড শেষে তার পয়েন্ট ৫। ১১ রাউন্ডের এই প্রতিযোগিতা চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত।

বিশ্ব দাবা: ষষ্ঠ রাউন্ডেও জিতলো ফাহাদ

বিশ্ব দাবা: ষষ্ঠ রাউন্ডেও জিতলো ফাহাদ

শুরুতে বাংলাদেশ থেকে এ প্রতিযোগিতার বিভিন্ন বয়স বিভাগে চার জনের খেলার কথা থাকলেও ফেডারেশনের আর্থিক সংকটের কারণে যেতে পেরেছে কেবল ফাহাদ।

ফাহাদ মাত্র ১০ বছর বয়সে দেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার হয়েছে। এর আগে জাতীয় সাব-জুনিয়র চ্যাম্পিয়ন হয়েছে চতুর্থ শ্রেনীতে পড়ুয়া এই দাবাড়ু।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ