মিথুন আলীর অপরাজিত অর্ধশতকে বিজয় দিবস টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপের উদ্বোধনী ম্যাচে শেষ বলে আবাহনীকে ৬ উইকেটে হারিয়েছে ইউসিবি-বিসিবি একাদশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের অন্যতম ভেন্যু সিলেট বিভাগীয় স্টেডিয়ামে এটিই প্রথম ম্যাচ।
রোববার টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৩৯ রান করে আবাহনী।
উদ্বোধনী ব্যাটসম্যান আফতাব আহমেদের ২৬ বলে ৩৩ রানের আক্রমণাত্মক ইনিংসের পরও ১১ ওভারে ৬৬ রানে ৬ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে আবাহনী।
উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার ১ এবং অধিনায়ক মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ শূন্যরানে সাজঘরে ফিরেন।
এরপর সোহরাওয়ার্দী শুভ (৩১), জিয়াউর রহমান (২০) ও ফরহাদ রেজা (অপরাজিত ১৭) চেষ্টা করলেও আবাহনীর সংগ্রহ খুব একটা বড় হয়নি।
১৮ রানে ৪ উইকেট নিয়ে ইউসিবি-বিসিবি একাদশের সেরা বোলার দেলোয়ার হোসেন।
শুভাশীষ রায়ের জোড়া আঘাতে ১৫ রানে ইমরুল কায়েস (১৪) ও রনি তালুকদারকে (০) হারালেও তামিম-মিথুনের ৮৯ রানের জুটিতে ঠিক পথেই থাকে ইউসিবি-বিসিবি একাদশের ইনিংস।
শুরুতে ভীষণ সতর্ক অধিনায়ক তামিম বিদায় নেয়ার আগে করেন ৪৩ রান। তার ৪৬ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছক্কা।
তামিমের বিদায়ের পর মার্শাল আইয়ুব (৫) ও নাঈম ইসলামের (অপরাজিত ৪) ধীরগতির ব্যাটিং দলকে চাপে ফেলে দিলেও মিথুনের আক্রমনাত্মক ব্যাটিংয়ে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইউসিবি-বিসিবি একাদশ।
শেষ পর্যন্ত ৬৭ রানে অপরাজিত থাকেন মিথুন। তার ৪ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ৪টি ছক্কা।