Home / খেলা / সাকলাইনের ক্রিকেট একাডেমি

সাকলাইনের ক্রিকেট একাডেমি

saqlain mustaqইংল্যান্ডের লিস্টারশায়ারে নতুন একটি ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠা করছেন সাকলাইন মুশতাক। তৃণমূল পর্যায়ে ক্রিকেট ছড়িয়ে দিতেই এ একাডেমি প্রতিষ্ঠা করছেন পাকিস্তানের সাবেক এ অফ স্পিনার। এ নিয়ে সাকলাইন বলেন, ‘লিস্টারশায়ারে আমি আমার একাডেমি প্রতিষ্ঠা করেছি। কেননা পরিবার নিয়ে আমি ইভিংটনে বসবাস করছি।’ কাউন্টি দল সারের সাবেক এ খেলোয়াড় বলেন, ‘আমার এই একাডেমির লক্ষ্য হচ্ছে তৃণমূল পর্যায়ে আন্তর্জাতিক মানের কোচিং পৌঁছে দেওয়া। যার মাধ্যমে ক্লাব, কাউন্টি এবং জেলা পর্যায়ের ক্রিকেটে ম্যাচ উইনার খেলোয়াড় সৃষ্টি হবে।’ ইন্টারনেট।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ