এ বছরের শুরুর দিকে বিয়ে করেছেন শৈশবের প্রেমিকা মেলানি স্লাডকে। এবার তাদের ঘরে আসছে নতুন অতিথি! দারুণ উচ্ছ্বসিত আর্সেনালের ইংলিশ ফুটবলার থিও ওয়ালকট। টুইটারে খুশির খবরটা জানালেন তিনি, ‘আহ্! এর চেয়ে খুশির খবর বুঝি আর হয় না। আমি বাবা হতে যাচ্ছি।’ ওয়ালকটের জন্য আরেকটা সুখবর হল, ইনজুরি কাটিয়ে উঠেছেন তিনি। প্রিমিয়ার লিগেও সেই আগের ছন্দ খুঁজে পেয়েছেন এ স্ট্রাইকার।