Home / খেলা / আজ ফিফার গালা নাইটে থাকছেন রোনালদো

আজ ফিফার গালা নাইটে থাকছেন রোনালদো

আজ ১৩ জানুয়ারি ফিফার গালা নাইট। এ বছরের ব্যালন ডি’অর জয়ীর নাম ঘোষণা করা হবে এই অনুষ্ঠানে। ব্যালন ডি’অর ২০১৩ এর সংক্ষিপ্ত তালিকায় আছে রিবেরি, মেসি ও রোনালদো।
তবে তিন তারকা ফুটবলারের মধ্যে রোনালদো এবারের ফিফা গালা নাইট বর্জনের ইঙ্গিত দিয়েছিলেন। ফিফা প্রেসিডেন্টের সাথে বিরোধের জেরে তিনি এ ইঙ্গিত দিয়েছিলেন। তবে ওই ঘটনার বেশ কদিন পর আবার ভিন্ন খবর শোনা যাচ্ছে।

স্প্যানিশ একটি রেডিও চ্যানেল জানিয়েছে, রোনালদো তার আগের অবস্থান থেকে সরে এসেছেন । সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফিফা গালা নাইটে যোগ দিচ্ছেন সিআর সেভেন।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ