মানবতার ডাকে আরও একবার সাড়া দিলেন সেবাস্টিয়ান ভেটেল। অসহায় মানুষদের সেবার জন্য আয়োজিত এক নিলামে নিজের হেলমেটটি দান করলেন তিনি। এটি পরেই চতুর্থবারের মতো ফর্মুলা ওয়ানের ট্রফি জিতেছিলেন জার্মান এ ড্রাইভার। স্বর্ণের প্রলেপ দেওয়া সেই হেলমেট বিক্রি করে দাতব্য সংস্থাটি পেয়েছে ১ লাখ ১৮ হাজার ডলার। এমন মহতী কাজে যুক্ত থাকতে পেরে দারুণ খুশি ভেটেল।