আজ পার্থে শততম টেস্ট খেলতে নামছেন অ্যালিস্টার কুক। তার এমন অর্জনে ভাগ বসাচ্ছে ইংল্যান্ডের সেন্ট পলস স্কুল। কেননা এখানেই যে আজকের কুকের যত্নআত্তি হয়েছে। লন্ডনের এ স্কুলে পড়াশোনা করেছেন ইংল্যান্ড অধিনায়ক। ১১ বছর বয়সে সেখানকার রিজেন্ট পার্কে প্রথম নিজের প্রতিভাটা দেখিয়েছিলেন কুক। স্কুলের সহপাঠী আর শিক্ষকদের অনুপ্রেরণাতে এরপর ক্রিকেট নেশা তীব্র হয়েছে তার।