Home / খেলা / অভিনন্দন

অভিনন্দন

আজ পার্থে শততম টেস্ট খেলতে নামছেন অ্যালিস্টার কুক। তার এমন অর্জনে ভাগ বসাচ্ছে ইংল্যান্ডের সেন্ট পলস স্কুল। কেননা এখানেই যে আজকের কুকের যত্নআত্তি হয়েছে। লন্ডনের এ স্কুলে পড়াশোনা করেছেন ইংল্যান্ড অধিনায়ক। ১১ বছর বয়সে সেখানকার রিজেন্ট পার্কে প্রথম নিজের প্রতিভাটা দেখিয়েছিলেন কুক। স্কুলের সহপাঠী আর শিক্ষকদের অনুপ্রেরণাতে এরপর ক্রিকেট নেশা তীব্র হয়েছে তার।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ