Home / খেলা / অবশেষে মেয়ে পেলেন শ্রীশান্ত

অবশেষে মেয়ে পেলেন শ্রীশান্ত

শ্রীশান্ত, ভারতীয় ক্রিকেটার ?‘নব্য-খলনায়ক’। খলনায়কে পরিণত হওয়ার আগে সবাই তাকে ডাকতেন ‘দুষ্ট-নায়ক’ বলে। আইপিএল কেলেঙ্কারিতে তার এ কূল- ও কূল দুকূলই ভেসেছিল। মানসম্মান তো বটেই, বিয়েটাও গিয়েছিল ভেস্তে। এমনও খবর রটেছিল যে, শ্রীশান্তকে ভারতীয় মেয়েরা বিয়েই করতেই চাইছে না। অবশেষে মেয়ে পেলেন শ্রীশান্ত অবশেষে শনির দশা কাটিয়ে সদ্য-অর্ধাঙ্গিনীর ললাটে সিঁদুর পরিয়েছেন এই বিতর্কিত ক্রিকেটার। জয়পুরের রাজপরিবারের মেয়ে ভুবনেশ্বরী কুমারীর সঙ্গে নতুন জীবন শুরু করছেন শ্রীশান্ত।
আজ সকালে কেরালার একটি শ্রীকৃষ্ণ মন্দিরে মালাবদল হয় ভুবনেশ্বরী-শ্রীশান্তের।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ