Home / খেলা / উইন্ডিজের আবেদন

উইন্ডিজের আবেদন

দুই স্পিনার শিলিংফোর্ড ও মারলন স্যামুয়েলসের বিপক্ষে বোলিং অ্যাকশন নিয়ে যে অভিযোগ উঠেছে তা শোধরানোর সময় বাড়ানোর জন্য আইসিসির কাছে আবেদন জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের বিপক্ষে মুম্বাই টেস্টে ক্যারিবিয়ান এ দুই স্পিনারের বিপক্ষে বল চাকিংয়ের অভিযোগ আনেন দুই আম্পায়ার। আইসিসি থেকে তাদের তখন বলে দেওয়া হয়, অস্ট্রেলিয়ায় গিয়ে বোলিং অ্যাকশন শুধরে নিতে। আর এজন্য সময় দেওয়া হয় ১৪ দিন। তাদের দেওয়া এ সময় শেষ হয়ে যাচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনেই। আজ ভোর থেকে শুরু হওয়া টেস্টে একাদশে আছেন শিলিংফোর্ড ও স্যামুয়েলস। সময় বাড়ানোর আবেদন জানিয়ে ওয়েস্ট ইন্ডিজ কোচ ওটিস গিবসন বলেন, ‘আইসিসির এ সিদ্ধান্ত একাবারেই অন্যায্য।’ শিলিংফোর্ড ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে বেশ ভালো বোলিং করেছিলেন। অন্যদিকে স্যামুয়েলস হচ্ছেন পার্টটাইম স্পিনার

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ