Home / খেলা / পাকিস্তান-শ্রীলঙ্কা প্রথম টি-টুয়েন্টি আজ

পাকিস্তান-শ্রীলঙ্কা প্রথম টি-টুয়েন্টি আজ

দুবাইতে আজ পাকিস্তান-শ্রীলঙ্কা প্রথম টি-টুয়েন্টি। বিশ্বকাপ টি-টুয়েন্টির বাকি আর তিন মাস। তার আগে দুই ম্যাচের এ সিরিজটাকে গুরুত্বের সঙ্গে নিয়েছে দুটি দলই। শুক্রবার দুবাইতেই হবে শেষ টি- টুয়েন্টি ম্যাচ। আইসিসি টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বরে শ্রীলঙ্কা। আর পাকিস্তান রয়েছে চারে। শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ তে সিরিজ জিতলে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে শীর্ষে উঠে আসবে পাকিস্তান। অন্যদিকে ২-০ তে হেরে গেলে পাঁচে নেমে যাবে মোহাম্মদ হাফিজের দল। আর ১-১ সমতায় সিরিজ শেষ হলে বর্তমান অবস্থানটাই ধরে রাখবে পাকিস্তান।
তবে অধিনায়ক মোহাম্মদ হাফিজের লক্ষ্য প্রথমটা। মানে ২-০ তে সিরিজ জিতে এক নম্বরে উঠে আসা। বলছিলেন, ‘এ ফরম্যাটে লঙ্কানরা এক নম্বর দল। আর শীর্ষ দলকে হারানো সবসময়ই প্রেরণাদায়ক। আমরা যদি দুটি ম্যাচই জিততে পারি তাহলে পাকিস্তান শীর্ষে উঠে যাবে। এটা ভালো ব্যাপার। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে ভালো করতে হলে আমাদের সেরাটা দিতে হবে।’

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ