Home / খেলা / রাক্ষুসী

রাক্ষুসী

বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে অনেকেরই মন জয় করে নিয়েছেন তিনি। কিন্তু সেই অনুষ্ঠানের সঞ্চালক ফের্নান্দো লিমাকে পছন্দ হচ্ছে না ইরানের ফুটবলপ্রেমীদের। ড্র’তে ব্রাজিলের এ অভিনেত্রী, মডেল জানিয়েছিলেন ইরান থাকছে আর্জেন্টিনার গ্রুপে। এরপর থেকেই ৩৬ বছর বয়সী লিমার নাম দিয়েছে তারা ‘রাক্ষুসী’। অনেকে তার পোশাক নিয়েও তুলছে প্রশ্ন। ইরানিরা বলছে, ‘এ রাক্ষুসীর কারণেই আমরা আর্জেন্টিনার গ্রুপে।’

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ