Home / খেলা / শুরু হচ্ছে বিজয় দিবস হকি

শুরু হচ্ছে বিজয় দিবস হকি

বিজয় দিবস হকি মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আগামী ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে। খেলায় অংশগ্রহনের জন্য এন্ট্রির সময় বাড়ানো হয়েছে ৫ ডিসেম্বর পর্যন্ত।

এর আগে ৫ ডিসেম্বর বিজয় দিবস হকি আয়োজনের সিদ্ধান্ত জানিয়েছিল বাংলাদেশ হকি ফেডারেশনের টুর্ণামেন্ট কমিটি। মঙ্গলবার সময় পরিবর্তন করে ১৩ ডিসেম্বর এই খেলা নির্ধারন করা হয়েছে। বিজয় দিবস হকি প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক যে সকল ক্লাব এখন পর্যন্ত এন্ট্রি সম্পন্ন করেনি সে সকল দলগুলোর ৫ ডিসেম্বরের মধ্যে এন্ট্রি সম্পন্ন করার সুযোগ থাকছে।

উল্লেখ্য, এশিয়ান গেমস কোয়ালিফাইং রাউন্ড হকি টুর্ণামেন্ট উপলক্ষে জাতীয় দলের ক্যাম্পে এক উন্মুক্ত ট্রায়াল শুক্র ও শনিবার মওলানা ভাসানী হকি ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ট্রায়ালে অংশগ্রহণে ইচ্ছুক হকি খেলোয়াড়দের আগামী ৬ই ডিসেম্বর শুক্রবার সকাল ৮.০০টায় কোচ নাভিদ আলমের নিকট মওলানা ভাসানী হকি ষ্টেডিয়ামে রিপোর্ট করার জন্য বলা হয়েছে।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ