আকরাম খানের পদত্যাগের পর বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচকের পদটা শূন্যই ছিল এতদিন। এবার সেই চেয়ারে বসলেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। সম্পর্কে তিনি আবার আকরাম খানের ভায়রা। এছাড়া নির্বাচক হিসেবে আগের জায়গাতেই থাকছেন হাবিবুল বাশার সুমন ও মিনহাজুল আবেদিন নান্নু। তাদের মেয়াদ দুই বছর।
প্রধান নির্বাচকের ব্যাপারে সিদ্ধান্ত হলেও সহ-অধিনায়ক মাহমুদুল্লাহকে নিয়ে কোনো কিছু চূড়ান্ত হয়নি। বোর্ড সভা শেষে মঙ্গলবার বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বলেন, অনেকগুলো নাম বিবেচনায় ছিল প্রধান নির্বাচকের জন্য। শেষ পর্যন্ত আমরা বেছে নিলাম ফারুককে। অতীতেও সফলতার সঙ্গে এই দায়িত্ব পালন করেছেন তিনি। মাহমুদুল্লাহকে নিয়ে পরে সিদ্ধান্ত নেব আমরা।