Home / খেলা / বিশ্বকাপে সাত মুসলিম দেশ

বিশ্বকাপে সাত মুসলিম দেশ

যুগোস্লাভিয়া এক সময় বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ছিল। ১৯৩০ এবং ১৯৬২ বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছে তারা। সেই যুগোস্লাভিয়ারই ভগ্নাংশ বসনিয়া-হার্জেগোভিনা। মুসলিম অধ্যুষিত এই ইউরোপীয় দেশ প্রথমবারের মতো স্বনামে উঠে এসেছে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে। কেবল বসনিয়াই নয়, ব্রাজিল বিশ্বকাপে মোট সাতটি মুসলিম দেশ চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। বসনিয়া ছাড়াও বিশ্বকাপে খেলবে ইরান, নাইজেরিয়া, ঘানা, ক্যামেরুন, আলজেরিয়া এবং আইভরি কোস্ট।

সাত দলের মধ্যে তিনটি দল খেলছে একই গ্রুপে! ইরান, বসনিয়া-হার্জেগোভিনা এবং নাইজেরিয়া এফ গ্রুপে খেলবে আর্জেন্টিনার সঙ্গে। ধরেই নিতে হচ্ছে, গ্রুপ পর্ব থেকে অন্তত দুটি মুসলিম দেশ বাদ পড়ছে। আর্জেন্টিনা ছাড়া এফ গ্রুপ থেকে নকআউট পর্বে যেতে পারে নাইজেরিয়া। তবে ইরান কিংবা বসনিয়াকেও অবহেলা করা যাবে না। এদের মধ্যে ইরান কখনোই গ্রুপ পর্ব ডিঙাতে পারেনি। বসনিয়ার তো প্রথম বিশ্বকাপ। নাইজেরিয়া দুইবার দ্বিতীয় রাউন্ড খেলেছে। অভিজ্ঞতার দিক থেকে নাইজেরিয়ার নাম সবার আগে থাকলেও অতীতের সেই নাইজেরিয়া বর্তমানে আর নেই। ইরান অথবা বসনিয়ার সুযোগও থাকছে এফ গ্রুপ থেকে। তাছাড়া ইউরোপ অঞ্চলের বাছাই পর্বে জি গ্রুপে বসনিয়া গ্রিস ও স্লোভাকিয়ার মতো দলের বিপক্ষে খেলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে। এডিন জেকোর মতো তারকারা কোনোভাবেই অবহেলার করার মতো নয়।

বাকি চারটি দল রয়েছে যথাক্রমে এ গ্রুপে ক্যামেরুন, সি গ্রুপে আইভরি কোস্ট, জি গ্রুপে ঘানা এবং এইচ গ্রুপে আলজেরিয়া। এদের মধ্যে ক্যামেরুন ও ঘানার কোয়ার্টার ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে। আইভরি কোস্ট কিংবা আলজেরিয়া গ্রুপ পর্ব পাড়ি দিতে পারেনি কখনো। গ্রুপ পর্বে এবারেও কঠিন গ্রুপেই পড়েছে আইভরি কোস্ট এবং আলজেরিয়া। বেলজিয়াম, রাশিয়া এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে এইচ গ্রুপে খেলতে হবে আলজেরিয়াকে। এই গ্রুপ থেকে এক কথায় বলে দেওয়া যায়, ফেবারিট বেলজিয়াম ও রাশিয়াই। আইভরি কোস্টকে সি গ্রুপে খেলতে হবে কলম্বিয়া, গ্রিস ও জাপানের সঙ্গে। কলম্বিয়া ও গ্রিস ফেবারিট হিসেবেই খেলবে। জাপানও নকআউট পর্বে খেলতে পারে। আইভরি কোস্টের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। সত্যি বলতে সি গ্রুপটা সহজ দলগুলোর জন্য কঠিনই হয়ে গেছে! কলম্বিয়াকে এই গ্রুপে ফেবারিট ধরতেই হবে। বাকি তিনটার যে কোনো একটা নকআউট পর্বে যেতে পারে। ঘানা ও ক্যামেরুনের পক্ষে এবারেও দারুণ কিছু করা খুব কঠিন হবে না। ১৯৯০ সালের কোয়ার্টার ফাইনালিস্ট ক্যামেরুন এ গ্রুপে স্বাগতিক ব্রাজিল, ক্রোয়েশিয়া ও মেক্সিকোর সঙ্গে খেলবে। এই গ্রুপে ব্রাজিল ফেবারিট। বাকি তিনটার মধ্যে ক্রোয়েশিয়া ও মেক্সিকো শক্তিশালী হলেও অদম্য সিংহ ক্যামেরুনকেও বাদ দেওয়া যাবে না। ব্রাজিলের সঙ্গী হতে পারে তারাই! জি গ্রুপে ঘানা খেলবে জার্মানি, পর্তুগাল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে। এই গ্রুপে আপাতদৃষ্টিতে জার্মানি ও পর্তুগালকে ফেবারিট মনে হলেও ঘানার যোগ্যতাকে অস্বীকার করার কোনো উপায় নেই।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ