মাদারীপুরে ফুটবল লিগ ১০ ডিসেম্বর, ২০১৩ প্রাইম ব্যাংক জেলা ফুটবল লিগে কাল মাদারীপুরে উদয়ন ক্লাব ২-০ গোলে সবুজবাগকে হারিয়েছে। রিয়াজ ও কাইয়ুম একটি করে গোল করেন। অন্য ম্যাচে পাঠককান্দি ক্রীড়া চক্র ৫-০ গোলে জিতেছে ভিএইচপি ক্লাবের বিপক্ষে। রিয়াদ দুটি, সুমন, সুহাস ও বেলায়াতে গোল করেন। ২০১৩-১২-১০ Khondokar Rajib