যুক্তরাজ্যের লন্ডনের কেনসিংটনের অলিম্পিয়া কনফারেন্স সেন্টারে অনুষ্ঠানরত পঞ্চম লন্ডন চেস ক্লাসিক্যাল ফিদে ওপেন দাবার দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে ঢাকা মোহামেডানের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান দুই খেলায় দেড় পয়েন্ট অর্জন করেছেন। গত রোববার অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় জিয়া নরওয়ের ফিদে মাস্টার স্টাইগার পিত্তারের সঙ্গে ড্র করেন।