Home / খেলা / মবিল কাপ গলফ

মবিল কাপ গলফ

কুর্মিটোলা গলফ কোর্সে দু’দিনব্যাপী অনুষ্ঠিত হল মবিল কাপ গলফ টুর্নামেন্ট। উদ্বোধন করেন প্রধান অতিথি লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এনডিসি, পিএসসি প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ। টুর্নামেন্টে অংশগ্রহণকারী সদস্যরা ছাড়াও এমজেএল বাংলাদেশ লিমিটেডের ডিরেক্টর, তানজিল চৌধুরী, সিইও, সানাউল হক, কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মিজানুর রহমান খান এনডিসি, এফডব্লিউসি, পিএসসি এরিয়া কমান্ডার, লজিস্টিক এরিয়া, ঢাকা ক্যান্টনমেন্টসহ এমজেএলের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ