Home / খেলা / আমলার রেকর্ড

আমলার রেকর্ড

এর আগে ওয়ানডেতে ১১টি সেঞ্চুরি করেছেন তিনি। কিন্তু তার একটিও নিজের মাঠে নয়। অবশেষে নিজের মাঠ কিংসমিডে সেঞ্চুরি পেলেন হাশিম আমলা। রোববার ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ঠিক ১০০ রান করেন এ ওপেনার। ওয়ানডেতে এটা ছিল তার ১২ নম্বর সেঞ্চুরি। কিন্তু এদিন তার চেয়েও বড় একটা অর্জন হয়ে গেছে এ রানমেশিনের। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম ইনিংস খেলে চার হাজার রান পূরণ করেছেন তিনি। এদিন ৫৯ রান করার পরই চার হাজার রান সংগ্রহকারী ক্লাবে নাম লেখান আমলা। এর আগে সবচেয়ে কম ইনিংস খেলে এ রেকর্ডটা ছিল ক্যারিবিয়ান গ্রেট ভিভ রিচার্ডসের দখলে। চার হাজার রান করতে তাকে খেলতে হয়েছিল ৮৮ ইনিংস। তিন নম্বরে আছেন ভারতের বিরাট কোহলি। তিনি খেলেছেন ৯৩ ইনিংস।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ