কিছুদিন হল টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে আফগানিস্তান। সেই ‘নবাগত’ আফগানিস্তান পাকিস্তানের বিরুদ্ধে আরেকবার তাদের শক্তির প্রমাণ দিল। দলটি হেরেছে বটে, তবে লড়াই করে। জয় পেতে ‘শক্তিশালী’ পাকিস্তানকে খেলতে হয়েছে ১৯ ওভার ৫ বল পর্যন্ত।
সিরিজের একমাত্র টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে এদিন ৬ উইকেটে হারায় পাকিস্তান।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৩৭ রান তুলে নেয় আফগানরা। সর্বোচ্চ ৩৮ রান আসে নাজিবুল্লাহ জর্দানের ব্যাট থেকে। এছাড়া ২৮ রানে অপরাজিত থাকেন প্রতিশ্রুতিশীল ব্যাটসম্যান মিরওয়াইস আশরাফ। সলিমুল্লাহ সেনওয়ারি ১৬ এবং আসগার স্তানিকজাই ও মোহাম্মদ নবী ১৫ রান করে দলের মাঝারি সংগ্রহে অবদান রাখেন। ২৪ রানে ৩ উইকেট নেন পাকিস্তানের জুনায়েদ খান। সোহেল তানভীর ২ উইকেট নেন ১৩ রানে। জবাবে শারজিল খানের (১৮) সঙ্গে আহমেদ শেহজাদের (৩৫) ৪৯ রানের উদ্বোধনী জুটি পাকিস্তানকে ভালো অবস্থানে নিয়ে যায়। শেষ পর্যন্ত ৩৭ বলে হাফিজের অপরাজিত ৪২ রানের সুবাদে এক বল হাতে রেখে জয় তুলে নেয় পাকিস্তান।
সংপ্তি স্কোর:
আফগানিস্তান: ২০ ওভারে ১৩৭/৮ (শেহজাদ ২, মঙ্গল ১, স্তানিকজাই ১৫, নাজিবুল্লাহ ৩৮, নবী ১৫, সলিমুল্লাহ ১৬, আশরাফ ২৮*, নাইব ৩, দালওয়াত ০, হামিদ ৪*; জুনায়েদ ৩/২৪, তানভীর ২/১১, আফ্রিদি ১/২৪, বিলওয়াল ১/২৫, জুলফিকার ১/২৭)
পাকিস্তান: ১৯.৫ ওভারে ১৩৮/৪ (শেহজাদ ৩৫, শারজিল ১৮, হাফিজ ৪২*, উমর ২৮, মাকসুদ ৫, আফ্রিদি ১*; নবী ১/২১, দালওয়াত ১/২৫, সলিমুল্লাহ ১/২৬)
ম্যাচ সেরা: মোহাম্মদ হাফিজ।
