হংকং ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ছিল তার। কিন্তু ঘটল ঠিক তার উল্টো। কাল দ্বিতীয় রাউন্ড শেষেই বাদ পড়েছেন সিদ্দিকুর রহমান। দুই রাউন্ড মিলে পারের চেয়ে চার শট বেশি খেলেন। ফলে ‘কাট’ মিস করে তৃতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হন তিনি। দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে তিন শট বেশি খেলে ৯৭তম স্থানে নেমে যান সিদ্দিকুর। প্রথম রাউন্ডে পারের চেয়ে এক শট বেশি খেলে যৌথভাবে ৬৯তম স্থানে ছিলেন তিনি। কাল দ্বিতীয় দিনে একটি ‘বার্ডি’ করলেও চারটি ‘বোগি’ করায় অনেকখানি পিছিয়ে পড়েন সিদ্দিকুর।
